[Python] Text Data Type
সি/সি++ এ একটাই এরকম টাইপ ছিলো, সেটা হলো 8 bit সাইজের char (Character). স্ট্রিং এর জন্য ক্যারেক্টারের অ্যারে নিতে হতো। পাইথনে সিঙ্গেল ক্যারেক্টার বলে কিছু নাই। এখানে আছে বিল্ট ইন String Class.
নিচের কোডটি দেখুন:
এর আউটপুট এমন:
ক্যারেক্টার সিঙ্গেল হোক কিংবা মাল্টিপল, টাইপ চেঞ্জ হয়নি।
String class রিলেটেড আরও অনেক দরকারি ফাংশান রয়েছে, যেসব নিয়ে Data Structure সেকশানে আলোচনা করবো ইনশা আল্লাহ্।
নিচের কোডটি দেখুন:
name = "Nayeem Mahmood" section = 'A' print(name + ", type:", type(name)) print(section + ", type:", type(section))
এর আউটপুট এমন:
Nayeem Mahmood, type: <class 'str'> A, type: <class 'str'>
ক্যারেক্টার সিঙ্গেল হোক কিংবা মাল্টিপল, টাইপ চেঞ্জ হয়নি।
String class রিলেটেড আরও অনেক দরকারি ফাংশান রয়েছে, যেসব নিয়ে Data Structure সেকশানে আলোচনা করবো ইনশা আল্লাহ্।
Comments
Post a Comment