[Python] Text Data Type

সি/সি++ এ একটাই এরকম টাইপ ছিলো, সেটা হলো 8 bit সাইজের char (Character). স্ট্রিং এর জন্য ক্যারেক্টারের অ্যারে নিতে হতো। পাইথনে সিঙ্গেল ক্যারেক্টার বলে কিছু নাই। এখানে আছে বিল্ট ইন String Class.

নিচের কোডটি দেখুন:

name = "Nayeem Mahmood"
section = 'A'

print(name + ", type:", type(name))
print(section + ", type:", type(section))

এর আউটপুট এমন:

Nayeem Mahmood, type: <class 'str'>
A, type: <class 'str'>

ক্যারেক্টার সিঙ্গেল হোক কিংবা মাল্টিপল, টাইপ চেঞ্জ হয়নি।

String class রিলেটেড আরও অনেক দরকারি ফাংশান রয়েছে, যেসব নিয়ে Data Structure সেকশানে আলোচনা করবো ইনশা আল্লাহ্‌। 

Comments

Popular posts from this blog

[GUIDE] UVa OJ - 375 - Inscribed Circles and Isosceles Triangles

[Python] Variables

[Python] Introduction