[Python] Introduction


আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

আশা করি, আল্লাহ্‌র রহমাতে ভালো আছেন।

এটা একদম বিগিনার লেভেলের কোনো গাইড না। প্রোগ্রামিং সম্পর্কে যাদের আইডিয়া আছে, বিশেষ করে যারা C/C++ সম্পর্কে জানে, তাদের জন্য এই গাইড উপকারী হবে বলে মনে করি। এই গাইডগুলোতে প্রোগ্রামিং কনসেপ্টগুলো নিয়ে খুব বেশি গভীর আলোচনা হবে না। C++ এ ক্লাস ডিক্লেয়ার করতে পারা মানুষ যদি জানতে চায় একই কাজ Python এ কীভাবে করা যায়, তাহলে এই গাইড তার উপকারে আসতে পারে। মূলত, এখানে C/C++ এর সাথে Python এর Syntactic Differences নিয়েই বেশি আলোচনা করবো।

P.S. 1: কম্পিটিটিভ প্রোগ্রামারগণ এর চাহিদা পূরণ করার আশা রাখি। বিভিন্ন Data Structures, Algorithm (C++ STL এর বিকল্প) নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে।

P.S. 2: Python এর প্রচুর লাইব্রেরি রয়েছে, যার ফাংশানও অসংখ্য। জনপ্রিয় লাইব্রেরিগুলো নিয়েও লিখার ইচ্ছা আছে।

P.S. 3: এই গাইডগুলোকে রেফারেন্স বলা যেতে পারে। আমার নিজের জন্যেই আসলে এখানে লিখছি। কখনো কোনো কিছুর প্রয়োজন পড়লে এখানে এসে যাতে মনে করে নিতে পারি।

P.S. 4: আমি জানি না, আমার এই লিখা কেউ পড়বে কি না। যদি কেউ পড়ে থাকেন, তবে আপনার মূল্যবান মতামতটুকু দিয়ে যেতে পারেন; আমার ভুলগুলো সংশোধন করে দিতে পারেন।

ধন্যবাদ। 

Comments

Popular posts from this blog

return keyword কী ?

[GUIDE] UVa OJ - 375 - Inscribed Circles and Isosceles Triangles