Posts

Showing posts from May, 2016

Movie Review : Zootopia (2016)

Image
অফিসার জুডি হপস; ZPD এর একজন সদ্য নিয়োগপ্রাপ্ত তরুণ, উদ্যমী ও পরিশ্রমী পুলিশ অফিসার । অনেক চরাই-উৎরাই পার হয়ে এসে হপস আজকের এই অবস্থানে এসেছে । কিন্তু ডিউটিতে জয়েন করার প্রথম দিন থেকেই সে চরমভাবে উপেক্ষিত । হপস এর জয়েনিং দিনেই চিফ বগো ১৪ টা মিসিং কেস নিয়ে ব্রিফিং এ হাজির হয় । সকলে মিসিং কেস নিয়ে এসাইনমেন্ট পেলেও পায়নি শুধুমাত্র হপস । প্রথম দিনেই তার কপালে জুটে পার্কিং ডিউটি ! তারপরেও সে নিরাশ হয় না, বরং পার্কিং ডিউটি সে চরম উৎসাহে পালন করতে থাকে । হঠাত করেই একদিন ঘটনাক্রমে সেই ১৪ টা মিসিং কেসের ১ টা কেস হপসের হাতে আসে । ভিক্টিমের নাম এমিট অটারটন । কিন্তু চিফ বগোর সাথে তার ডিল হয়, হপস ৪৮ ঘণ্টার মধ্যে অটারটনকে খুঁজে বের করবে নতুবা সে তার চাকরী হারাবে ! কেস ফাইল পাওয়ার পর হপসের মাথায় আকাশ ভেঙে পড়ে । এটা এমনই এক কেস যেটার কোনো লিড নেই, নেই কোনো চাক্ষুষ সাক্ষী কিংবা প্রমাণ ! আছে শুধু একটা ছবি যেখানে তাকে শেষবারের মতো দেখা গিয়েছিলো । এই একটা ছবিকে লিড ধরেই সামনে এগুতে থাকে অফিসার হপস । ৪৮ ঘণ্টা শেষ হবার ১০ ঘণ্টা আগেই কেসের রহস্য প্রায় সমাধান করেই ফেলে হপস কিন্তু... ? একটা মিসিং কেসের রহস্...